মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার নির্মানাধীন ২টি রাস্তা পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিনিধিগন। গতকাল সকালে বানিয়াচংয়ের মাকুর্লী সড়কের রাস্তা এবং ভাটিপাড়া প্রতাবপুর সড়কের নির্মানাধীন কাজটি পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মোঃ আজগর আলী। এ সময় সাথে ছিলেন, নির্বাহী প্রকৌশলী এলজিইডি হবিগঞ্জের আব্দুল বাছির, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম, হিমলিপ প্রকল্পের জেলা সমন্বয়কারী মজিবুর রহমান। পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মোঃ আজগর আলী উল্লেখিত দুইটি সড়কের নির্মানাধীন কাজের গুনগত মান ঠিক রেখে কাজ করায় সন্তোষ প্রকাশ করেন এবং মাকুলী সড়কের অবশিষ্ট ১৮ কিলোমিটার রাস্তার কাজও দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে আশ^াস প্রদান করেন। উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন হাওড় অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বানিয়াচং মাকুলী সড়কটির নির্মাণ ব্যয় হচ্ছে প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা এবং প্রতাবপুর সড়কটির নির্মাণ ব্যয় হচ্ছে ১৪ কোটি ৫০ লাখ টাকা। ইতিমধ্যে মাকুর্লী রাস্তার প্রায় ৪০ শতাংশ এবং প্রতাবপুর রাস্তার ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ওই রাস্তা দুইটির কাজ সমাপ্ত হলে বদলে যাবে হাওরপাড়ের মানুষের জীবনমান। হাওড়পাড়ের মানুষের স্বপ্নের বোনা হাজার হাজার জমির ধান সরাসরি শহরে এনে বিক্রি করতে পারবে। এতে করে লাভবান হবে হাজারো কৃষক।