আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ ফুটবল টুর্নামেন্ট ২০২২ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে পূর্ব সিংহগ্রাম খেলার মাঠে আব্দুল হাই মাস্টার শিক্ষা ফাউন্ডেশনের সৌজন্যে ও পূর্ব সিংহগ্রাম বাসীর আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলাটি উদ্বোধন করেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। এ সময় বক্তব্য রাখেন ৫নং করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ ও আব্দুল হাই মাস্টার শিক্ষা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবুল বাশার। উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, এস আই আবুল বাসার, মোঃ শরীফ উদ্দিন। খেলায় মোট ৮টি দল অংশ গ্রহণ করবে। উদ্বোধনী খেলায় জালালাবাদ ৮ বন্ধু একাদশ কে ২-১ গোলে হাড়িয়ে গোয়াকারা আলমগীর একাদশ জয়ী হয়েছে।