মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার রাতে অফিসার্স ক্লাব মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বার্হী অফিসার পদ্মাসন সিংহ। আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, উপজেলা সাব রেজিষ্টার মোস্তফা মোঃ ইসমত পাশা, ওস্তাদ তাপস কৃষ্ণ মহারতœ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পদ্মাসন সিংহ বলেন, সংস্কৃতিকে যারা মনেপ্রাণে লালন করে তারা কখনও খারাপ কাজের সাথে জড়িত থাকতে পারে না, তার মধ্যে সব সময় মানবতা কাজ করবে, গ্রামের ছড়িয়ে ছিটিয়ে থাকা সংস্কৃতিকে শিল্পকলার মাধ্যমে জাগিয়ে তুলতে হবে, গ্রামের আবহমান সংস্কৃতি হচ্ছে আমাদের মূল ধারক এবং বাহক, আমরা যত বেশী এগুলো নিয়ে চর্চা করবো ততই আমাদের সাংস্কৃতিক অঙ্গন প্রসিদ্ধ হবে। সাংবাদিক মখলিছ মিয়ার সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের নিয়মিত কন্ঠ শিল্পী মুবাশি^র আহমেদ তান্না, শাহ মুজাহিদ আলম, নয়ন মনি দাস, কন্ঠ শিল্পী প্রদীপ সূত্রধর, লিপি সুলতানা মনি, হেনা আক্তার পলি, সুমাইয়া আক্তার, সুজন মিয়া, শিউলী আক্তার, টুম্পা আক্তার, নাফিজসহ স্থানীয় শিল্পীবৃন্দ।