প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৩ ঘন্টা কর্ম বিরতি। ১৯, ২১, ও ২২ সেপ্টেম্বর ৪ ঘন্টা কর্ম বিরতি এবং ২৩ থেকে ৩০ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্ম বিরতি পালনের জন্য হবিগঞ্জ জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বদরুন্নাহার চৌধুরী। তিনি আরও জানান- এর মধ্যে দাবী আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।