নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর মায়ের মৃত্যুতে নবীগঞ্জ সরকারি ঠিকাদার সমিতির শোক প্রকাশ করছেন। গতকাল শনিবার (২ ফেব্রুয়ারি) রাত ৯ ঘটিকায় নাইস বাংলা রেস্টুরেন্টে এক তাৎক্ষণিক শোক সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদ মিলুর সভাপতিতে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী মাতা ও নবীগঞ্জের সিনিয়র ঠিকাদার শফিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম রাহুল। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি গৌরাঙ্গ রাউত, লোকমান আহমদ খান, হোসাইন আহমেদ, আব্দুল মতিন, আমিনুর রহমান চৌধুরী সুমন, নোমান চৌধুরী, শেখ শফিকুজ্জামান শিপন, মিছবাহুর রহমান মিসবাহ ওয়াহিদুজ্জামান জুয়েল, শাহ মুসা, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ জিয়াউল ইসলাম জিয়া, কামাল উদ্দিন সবুজ প্রমুখ। শোক সভায় বক্তরা মরহুমা বেহেশত নসিব কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।