আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। কাশিমনগড় পুলিশ ফাঁড়ির এসআই বাবুর চৌধুরী ও এএসআই ইমরান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রাতে উপজেলার আরিছপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামি আলমগীর মিয়া কে গ্রেফতার করেন আলমগীর মিয়া। গ্রেফতারকৃত আসামি মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের মোঃ আব্দুল হাই এর পুত্র মোঃ আলমগীর মিয়া (১৯)। পরে শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।