স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের দক্ষিণ যাত্রাপাশা মহল্লায় অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলা যুবলীগের সদস্য শেখ আজমল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
গতকাল শুক্রবার দুপুর ১২টায় সময় এই অভিযান চালান তিনি। শেখ আজমল মিয়া ওই এলাকার মৃত বজলু মিয়ার পুত্র। আজমল উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, দক্ষিণ যাত্রাপাশার ভাঙ্গার পার হতে মন্দরি গ্রামে যাওয়ার রাস্তার গড়পাড়ের ব্রিজের কাছে সরকারি খাস ভুমি থেকে রাতের আধারে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করার জন্য স্তুপ করে আজমল মিয়া। এলাকাবাসীর পক্ষ থেকে বালু উত্তোলনের বিষয়টি মৌখিকভাবে উপজেলা প্রশাসনকে জানালে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন বানিয়াচং থানার একদল পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, সরকারের খাস ভুমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে এক ব্যক্তি বিষয়টি জানার পরই অভিযান পরিচালনা করা হয়েছে। পরে বালু উত্তোলনকারী শেখ আজমল মিয়াকে বালুু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।