স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাংবাদিক নাসির উদ্দিন লস্কর ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। নাসির সদ্য চাকুরী পেয়ে লাখাই বিদ্যুৎ জোনাল অফিসে কর্মরত ছিলেন। জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিজ কর্মস্থল থেকে লাখাই বাজারে ওষুধ কিনতে যান নাসির। পথিমধ্যে ট্রলি ও সিএনজি অটোরিক্সর সংঘর্ষে গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয়দের সহযোগিতায় নাসিরের পরিবারের লোকজন তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ধানমন্ডি নিউ লাইফ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার বিকাল ৫টায় হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে হাসপাতালের বেডে থেকে ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘প্রিয় বন্ধুরা, আমার শ^াস নিতে কষ্ট হচ্ছে। আমার এই অবস্থা থেকে মাবুদ যদি নিয়ে যেতেন আমি শান্তি পেতাম। আমি যদি চলার পথে কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। এ লেখাগুলো খুব কষ্ট করে লিখলাম।’ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৫ বছর। সে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা লস্কর বাড়ীর আব্দুল মালেকের কনিষ্ঠ ছেলে। তাঁর মৃত্যুতে চুনারুঘাটের সাংবাদিক অঙ্গণসহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম পরিবারসহ চুনারুঘাটে কর্মরত সাংবাদিকবৃন্দ। মরহুমের জানাযার নামাজ আজ শনিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বড়াব্দা গ্রামের তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।