স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নোয়াবাদ থেকে নজরুল ইসলাম (৫০) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোর্শেদ আলম, এসআই আতিক ও এএসআই ফরহাদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সে নোয়াবাদ গ্রামের মৃত গোলাম হোসেনের পুত্র। পুলিশ জানায়, আদালত থেকে তার বিরুদ্ধে ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিল।