স্টাফ রিপোর্টার ॥ আজ ১৯ ফেব্রুয়ারি হবিগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য ও দি সাউথ এশিয়ান টাইমসের জেলা প্রতিনিধি এমএআর শায়েলের পিতা মোঃ আব্দুল মোতালিব মোস্তফার ৫ম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকীতে সংক্ষিপ্ত আকারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার রূহের মাগফেরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে। তিনি হবিগঞ্জ সদর উপজেলা সমবায় কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি অসুস্থাজনিত কারণে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে ইন্তেকাল করেন।