নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের চিকিৎসক ডাঃ হরেকৃষ্ণ দাশের সহধর্মিণী এবং পূবালী ব্যাংক লিঃ নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক দিপক দাশ জুয়েল ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুপক দাশ এর মাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চঞ্চলা দাশ (৬০) বৃহস্পতিবার রাত ৭.২৪ মিনিটে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবর শোনে তাকে এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেণীপেশার মানুষ পৌর এলাকার সবুজবাগ বাসায় ভীড় জমান। ওই দিন রাতেই জয়নগর পৌর শ্মশানঘাটে তার শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে ভুগছিলেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চঞ্চলা দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায় এবং সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, দিলীপ গোপসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।