নবীগঞ্জ প্রতিনিধ ॥ চলে গেলেন একজন রতœগর্ভা মা। একজন প্রেরনাদায়ি পরোপকারী মা। নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাসিন্ধা ও পশ্চিম তিমির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর হালদার এর মাতা প্রতিমা হালদার (৭২) আর নেই। তিনি শুক্রবার ভোর ৪.২৫ মিনিটে চট্টগ্রাম ডায়বেটিক জেনারেল হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মরদেহ চট্টগ্রাম থেকে নবীগঞ্জের আদিত্যপুর গ্রামের বাড়ীতে পৌছলে তাকে শেষবুারের মত এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভীড় জমান। শুক্রবার সন্ধ্যায় পারিবারিক শ্মশানঘাটে তার শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হয়। রতœগর্ভা মা প্রতিমা হালদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায় এবং সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।