স্টাফ রিপোর্টার ॥ জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসিম, যুগ্ম আহ্বায়ক এডঃ মোঃ এনামুল হক সেলিমসহ হবিগঞ্জ জেলা বিএনপির ৪০ নেতাকর্মী। গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা কারাগারে জামিনা নামা পৌঁছুলে জেলার জয়নাল আবেদীন তাদেরকে মুক্তি দেন। কারাগার থেকে একে একে বেরিয়ে আসেন ৪০ জন নেতা কর্মী।
এদিকে কারা ফটকে অপেক্ষমান সহ¯্রাধিক নেতাকর্মী জেল গেইটের সামনে ফুলের মালা দিয়ে তাদের বরণ করেন। পরে মোটর সাইকেলযোগ শুভাযাত্রা সহকারে বিভিন্ন যানবাহনে হবিগঞ্জ শহরে এসে শায়েস্তানগরে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ জি কে গউছ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ মোঃ এনামুল হক সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগনসহ নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গত সোমবার উচ্চ আদালতে তাদের জামিন মঞ্জুর হয়। গত রোববার হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জেলা পরিষদ রেস্ট হাউজ ভাঙচুরের আরেকটি মামলায় জামিন মঞ্জুর করেন তাদের।
উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গত ২২ ডিসেম্বর জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে। এতে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশসহ শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুই হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। পরে ৪০ নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন আসেন। পরে হবিগঞ্জ আদালতে হাজির হলে জেলা ও দায়রা জজ তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।