স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আলোচনা সভা, কেক কাটা, র্যালি ও সম্মাননা প্রদানসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মো: আবু জাহির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার সর্বোচ্চ বিদ্যাপীট বৃন্দাবন সরকারীকলেজের অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। অনুষ্ঠানে বক্তব্য দেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডিবিসির জেলা প্রতিনিধি, মোঃ ফজলুর রহমান, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি, মোহাম্মদ নাহিজ, চ্যানেলে আইয়ের প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, সাবেক সাধারণ সম্পাদক আরটিভির জেলা প্রতিনিধি, সায়েদুজ্জামান জাহির, একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি, আবু সালেহ মো: নুরুজ্জামান চৌধুরী শওকত, দৈনিক মানককন্ঠের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আসিনুজ্জামান চৌধুরী রতন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিম, মোহনা টিভির জেলা প্রতিনিধি ছানু মিয়া, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, সাংবাদিক শায়েল, দৈনিক নয়া শতাব্দির জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, বিশিষ্ট ঠিকাদার এনামুল মুহিত চৌধুরী সজল, মাসুম বিল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী, রিপা আক্তার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে করোনাসহ বিভিন্ন সামাজিক অসহায় মানুষের প্রতি দায়িত্ব পালনের জন্য হবিগঞ্জ রেডক্রিস্টে সোসাইটির কর্মী ও মুক্তিযোদ্ধ মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তাহমিনা গাজীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে একটি র্যা লি শহরে অনুষ্ঠিতহয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, অল্পসময়ের মধ্যেই ঢাকাপোস্ট জনপ্রিয়তা অর্জন করেছে। ঢাকাপোস্টের জনপ্রিয়তা ধরে রাখতে হবে।