স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গার্ণিংপার্ক এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা দিবেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এই ঘোষণা দেন। এ সময় এমপি আবু জাহির অগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদেরকে শান্তনা দেন। পাশাপাশি ভবিষ্যতে যে আর কাউকে এমন অনাকাক্সিক্ষত ঘটনার শিকার না হতে হয় সেজন্য সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম ও হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর পান্না কুমার শীলসহ দলীয় নেতৃবৃন্দ।