আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সাকিব (১৮) নামের একজনকে আটক করেছে বিজিবি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটায় বিজিবি বাল্লা বিওপির টহল কমান্ডার নায়েক কমল কুমার সাহার নেতৃত্বে বিজিবির একদল জোয়ান আসামপাড়া বাজারে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ তাকে আটক করেন। আটককৃত মাদক ও মোটর সাইকেলের সিজার মূল্য ৭৭ হাজার টাকা। সাকিব উপজেলার লক্ষীপুর গ্রামের আরজু মিয়ার পুত্র। আটককৃত সাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাদক ও মোটরসাইকেলসহ তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সামীউন্নবী চৌধুরী।