স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২ টার ওসি (তদন্ত) কবির হোসেনের দিক-নির্দেশনায় এএসআই রিমন ঘোষ সংগীয় ফোর্সের সহায়তায় এড়ালিয়া গ্রামে অভিযান চালায়।
এসময় মারামারি মামলায় ০৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী মৃত ছুরত আলীর পুত্র বাকারিয়া (৪৫) কে গ্রেফতার করেন। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।