স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদে এক ঠিকাদারের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দরজা ও গ্রিলের তালা ভেঙ্গে মোটর সাইকেল, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। আবাসিক এলাকায় এরকম একটি দুঃসাহসিক চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। হাজী মর্তুজ আলীর পুত্র ওই এলাকার বাসিন্দা ঠিকাদার সফিকুল আলম সারাজ জানান, গত ৮ ফেব্রুয়ারি তার সন্তান অসুস্থ হওয়ায় ঘরের দরজা-জানালা বন্ধ করে গ্রিলে তালা দিয়ে ডাক্তার দেখাতে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে যান। ১৩ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর তার ভাই অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলাম ফারুক বাসায় গিয়ে দেখেন দরজা ও গ্রিলের তালা ভাঙ্গা। ঘরের ভেতরে জিনিসপত্র তছনছ হয়ে আছে। বিষয়টি তাকে জানালে তিনি সিলেট থেকে বাসায় আসেন। এসে দেখেন তার একটি ডিসকভার মোটর সাইকেল (হবিগঞ্জ-হ-১১-৩৭৭২), আলমিরাতে রাখা ৫/৬ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মূল্যবান কাপড়-ছোপড়সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল নেই। এমন ঘটনায় তিনি হতভম্ব হয়ে পড়েন। তার ধারণা ১১ অথবা ১২ তারিখের মধ্যেই চুরির ঘটনা ঘটেছে। চুরির বিষয়ে সদর থানায় খবর দিলে এসআই শরীফুল ঘটনাস্থলে যান এবং পরবর্তীতে এসআই সনক দেবও ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, থানা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে এবং ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ থেকে ১শ গজ দূরে এরকম একটি চুরির ঘটনায় তারা হতবাক। বাসার আলমিরা, সুকেসসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে চোরের দল এসব নিয়ে যায়। তাছাড়া দরজা জানালাও ভেঙ্গে ফেলা হয়। সদর থানার ওসি মাসুক আলী জানান, ঘটনা শুনার সাথে সাথেই পুলিশ ছুটে যায় এবং চোরদের আটক করে মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।