নবীগঞ্জ প্রতিনিধি ॥ গত ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের সাথে সংর্ঘষের ঘটনায় দায়ের করা মামলায় কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জিকে গউছ, জেলা বিএনপির আহবায়ক মোঃ আব্দুল হাশিম, যুগ্ম আহবায়ক এডভোকেট এনামুল হক সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমদসহ ৪০ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র, যুগ্ম আহবায়ক মজিদুল করিম মজিদ, বিএনপি নেতা, নুরুল গনি চৌধুরী সোহেল, উপজেলা বিএনপির নেতা মতিউর রহমান জামাল, রাসেল আহম আঃ মুকিত, মন্নাফ মেম্বার, আব্দুল মোছাব্বির, আবু বক্কর, ছাব্বির চৌধুরী, ছানু মিয়া, সুমন আহমদ, আমিরুল ইসলাম, ফরিদ মিয়া, আলাউদ্দিন আহমদ, আঃ হক, আব্দুল বাসিত রুয়েল, হাফিজ আহমদ, চুনু মিয়া (মেম্বার), হারুন মিয়া (মেম্বার) ওসামন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া, সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুসেফ বখত চৌধুরী, সদস্য সচিব নোমান আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়েদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ রুয়েল আহমদ, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সামসুজ্জামান, মকবুল চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, আলীনুর পাশা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ, কফিল মিয়া, জাহাঙ্গীর মিয়া প্রমুখ।
বিএনপি’র কেন্দ্রীয় সংসদের সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও হবিগঞ্জ পৌরসভার বার বার নির্বাচিত সাবেক মেয়র আলহাজ্ব জি.কে গউছ, জেলা বিএনপির আহবায়ক পৌর কাউন্সিলর এম.এ হাশিমসহ বিএনপির নেতাকর্মীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে অন্যায়ভাবে জেল হাজতে রাজবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।