স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামে আফজাল চৌধুরী হত্যা মামলার আসামী পক্ষের লোকজন বাড়ি-ঘর থেকে মালামাল সরিয়ে নিচ্ছে। পুলিশের উপস্থিতিতে গতকাল সোমবার আসামী পক্ষের লোকজন এ মালামাল সরিয়ে নেয়। এর আগে বাদী পক্সের লোকজন তাদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে মামলা করা হয়। এ মামলায় ৩১ আসামী কারাগারে রয়েছে। আরেক লন্ডন প্রবাসী জামিনে মুক্তি পেয়েছেন।
গতকাল দিনব্যাপী তারা ধান-চালসহ ঘরে থাকা মুল্যবান জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর থানার অপারেশন ওসি মো. নাজমুল হোসেনসহ একদল পুলিশ।
জানা যায়, পূর্ব ফান্দ্রাইল জামে মসজিদের নাম পরিবর্তন নিয়ে গ্রামের লন্ডন প্রবাসী সাইফুল আহমেদ সেফুলের সাথে গ্রামবাসীর বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গত ৯ জানুয়ারী রাত সাড়ে ১২টার দিকে ওই গ্রামের পাঁচ পীরের মাজারে বার্ষিক ওরস চলাকালে দুর্বৃত্বদের হামলায় সাইফুলের পক্ষের আফজাল চৌধুরী (৪০) নিহত হন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এদিকে গত ১২ জানুয়ারি আসামী পক্ষের কয়েকটি বাড়িঘরে হামলা, ভাংচুর ও ধান-চালসহ মূল্যবান জিনিসপত্র লুটপাটের অভিযোগ এনে ৩৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। হত্যা মামলার আসামী পক্ষের গাউছ মিয়া চৌধুরীর স্ত্রী রাহেনা খাতুন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় ৩১ আসামী বর্তমানে কারাগারে রয়েছেন।
কিন্তু বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট মামলার বাদি পক্ষের লোকজন তাদের বাড়ি থেকে গতকাল দিনভর ধান-চালসহ বিভিন্ন জিনিসপত্র টমটমযোগে অন্যত্র নিয়ে যায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর থানার অপারেশ ওসি মো. নাজমুল হোসেনসহ একদল পুলিশ।
বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট মামলার আসামী পক্ষের অভিযোগ- বাদি পক্ষের লোকজন দিনভর বিভিন্ন পরিবহণ দিয়ে অন্তত ৫০০ থেকে ৬০০ মন ধানসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।
এ ব্যাপারে আসামী পক্ষের লিপি আক্তার বলেন- তারা নিজেরাই নিজেদের বাড়িঘরে ভাংচুর করছে। অথচ আমার বাবা ও ছেলের বিরুদ্ধে মিথ্যা ভাংচুর ও লুটপাটের মামলা দিয়েছে। এখন তারা নিজেদের বাড়ির সব মালামাল অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলে উল্টো পুলিশ আমাদের গালিগালাজ করে। তার প্রশ্ন-বাড়ি-ঘর লুটপাট হলে এ ধান-চাল সহ মালামাল কোথায় থেকে এসেছে।
জোসনা আক্তার বলেন- আমার স্বামীর বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। এখন আবার আমাকেও বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। আমাদের পুরুষরা জেলে থাকায় আমাদের বাড়িতে এসে গালিগালাজ করে। তিনি বলেন- আমাদের লোককে খুন করেছে। আমরা জেলও কাটছি। এখন আবার আমাদেরকে বিভিন্নভাবে হয়রানী করা হচ্ছে।
মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেন মালামাল নিয়ে যাচ্ছেন এবং পুলিশ তাতে সহযোগিতা করছে কেন? জানতে চাইলে হবিগঞ্জ সদর থানার ওসি অপারেশন নাজমুল হোসেন বলেন- তাদের মালামাল তারা নেয়, আমরা আপত্তি দেব কেন? যেসব মালামাল নিয়ে যাওয়া হচ্ছে তার তালিকা করেছেন কি না জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।