স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায়ক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক পদত্যাগকারী মেয়র আলহাজ জিকে গউছ ও হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুর রহমান সিতুর মুক্তির দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গতকাল রবিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে শহরের শায়েস্তানগরে পৌরসভার ৯নং ওয়ার্ডের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক কমিশনার নুরুল ইসলাম নানুর সভাপতিত্বে শায়েস্তানগর পঞ্চায়েত সর্দার হাজী নুরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবি এডভোকেট শামসু মিয়া চৌধুরী, শায়েস্তানগর পঞ্চায়েত সর্দার আব্দুল আহাদ, সমুজ আলী সর্দার, শ্যামল আহমেদ সর্দার, আব্দুল গফুর সর্দার, শাহ মুসলিম সর্দার। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আলহাজ জিকে গউছ ও কাউন্সিলর সফিকুর রহমান সিতুর মুক্তি দাবী করেন। এ সময় উপস্থিত ছিলেন, আব্দুস সালাম, আবুল কালাম, মোঃ সালাম মিয়া, সেলিম মিয়া, পারভেজ কামাল, মোঃ রিপন মিয়া, মালেক শাহ, নজরুল ইসলাম, আব্দুল হক, শেদু মিয়া, কালাম মিয়া, নজরুল ইসলাম কাউসার, মোঃ জসিম উদ্দিন, আনোয়ার হোসেন বাদল, শাহীন আলম, সাইফুল আলম রকি, ইলিয়াস মিয়া, রফিক মিয়া, জুয়েল মিয়া, রিংকু, বিলাল, নুরুল হক জিএম, সুমন, এমরান, রুকন উদ্দিন, কামাল, অমিত, রুজেন, রফিক, রাজু, জলফু, বাচ্চু, শাহীনুর আক্তার, শাহানা আক্তার, লুৎফা বেগম, সুফিয়া বেগম, রিমা, রুমা, মেহেরুন্নেছা, মনোয়ারা বেগম, জমিলা আক্তার, আয়েশা বেগম, সাফিয়া বেগম, আন্নরা বেগম, আগর চান, মাহমুদা বেগমসহ ৯নং ওয়ার্ডের কয়েক’শ নারী পুরুষ উপস্থিত ছিলেন।