আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার পাঁচগাতিয়া গ্রামের আঃ হককে হাত-পা বেঁধে পায়ুপথে খুটা ঢুকানোর ঘটনায় ৫ জনের নামে মামলা হয়েছে। অভিযুক্তরা হলেন-চুনারুঘাট উপজেলার পাঁচগাতিয়া গ্রামের চান মিয়ার পুত্র আঃ রহিম (৫৮), বারইউরা গ্রামের আদই মিয়ার পুত্র এমরান মিয়া (২৪) পাঁচগাতিয়া গ্রামের আঃ রশিদের পুত্র জুয়েল মিয়া (২৫), তারাসুল গ্রামের বাচ্চু মিয়ার পুত্র পিয়াস মিয়া (১৭), বাগুলা গ্রামের রাহিম তালুকদারের পুত্র পারভেজ মিয়া (১৬) ও পাঁচগাতিয়া গ্রামের নুর আলম (২৫)। অজ্ঞাত আরও কয়েকজন রয়েছেন এজাহারে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) আঃ হকের বড় ভাই শামসুল হক এ মামলা দায়ের করেন। শামসুল হক জানান, হাসপাতালে আব্দুল হকের জ্ঞান ফিরার পর তার দেওয়া বক্তব্য অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেছেন তিনি। আব্দুল হক বলেছেন, গত শুক্রবার রাত একটায় সেচের কাজে মাঠে গেলে তাকে পিছন থেকে গলায় রশি পেঁচিয়ে ধরে আব্দুল রহিম এবং তার গলায় ইনজেকশন পুশ করা হয়। ঘটনায় সময় ৭ জনকে দেখতে পেলেও তিনি ৫জনকে চিনতে পেরেছেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যান। বিষয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) বলেন, এজাহার হয়েছে। খুব দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করা হবে।