স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দি হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক (সভাপতি প্রার্থী) আব্দুল আহাদ তুষারসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লাখাই উপজেলা ছাত্রদল। গতকাল রবিবার বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে স্থানীয় বুল্লা বাজারে একটি বিক্ষোভ মিছিল শহরে অনুষ্ঠিত হয়। মিছিল বিভিন্নস্থান প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুপশ আহমেদের সভাপতি ও আশরাফুজ্জামান চৌধুরী রাজনের পরিচালনায় বৃন্দাবান সরকারী কলেজ ছাত্রদল নেতা নাজমুল হোসেন সোহানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে কারাবন্দি নেতৃবৃন্দের মুক্তি দাবী করেন অন্যতায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী করে দেন।