স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলমকে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান। সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সায়েদুজ্জামান জাহির, মোঃ হুমায়ূন খান, সফিকুজ্জামান হিরাজ, এডঃ এম এ মজিদ, মোঃ কবির মিয়া, শাহ ফরাশুল ইসলাম, সৈয়দ নজরুল হাসান, জামাল মিয়া, মোঃ মজিবুর রহমান, শাহ রিয়াজুল আমীন, তাহমিদুর রহমান চৌধুরী, মোঃ মিজানুর রহমান সুজন, মোঃ জামাল আহমেদ, মোঃ সুমন চৌধুরী, মোঃ কাউছার চৌধুরী, অতীন কুমার দত্ত চৌধুরী, আব্দুল বাছিত প্রমুখ।