নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের পৌর এলাকার ছালামতপুর গ্রামের কলমদর মিয়ার পুত্র আলী আহমদ (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। গত রবিবার রাত অনুমান ১১টার দিকে পরিবারের সকলের অগোচরে আলী আহমদ গলায় ফঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার আত্মহত্যার কারন জানা যায় নি।