চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সেবা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুনারুঘাট উত্তর বাজারস্থ সেবা ডায়াগনষ্টিক সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, ডাঃ এ এইচ এম আই মামুন, ডাঃ মোজাম্মেল হোসেন, ডাঃ টিএম নাহিদুল আলম, ডাঃ নজরুল ইসলাম, সেবা ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক (প্রশাসন) ডাঃ মুসলিম উদ্দিন, দি স্কয়ার ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক (প্রশাসন) ও চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, সাংবাদিক এস. এম. সুলতান খান, মোঃ ফারুক মিয়া, খন্দকার আলাউদ্দিন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেবার হিসাব রক্ষক আসাদ মিয়া, ল্যাব ইনচার্জ আতাউর রহমান, ম্যানেজার সুখদেব নাথ, মোঃ আলম মিয়া, রিপন পাল, শান্তসহ অনেকেই। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন চুনারুঘাট সদর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী।