বানিয়াচং প্রতিনিধি ॥ অর্থ জালিয়াতি ও প্রতারনার ২ টি পৃথক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। সে উপজেলা সদর দোকানীটুলা গ্রামের আমিরুল ইসলামের পুত্র মামুন মিয়া (৪৫)। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে মামুনের নিজ বাড়ি থেকে তাকে আটক করেন এএসআই সাদ্দাম হোসেন ও তোহা। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, ২০১৩ সালে মামুনের বিরুদ্ধে অর্থ জালিয়াতি মামলায় ২ বছরের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ আদালত। ২০১৪ সালে অপর একটি জালিয়াতি মামলায় তার বিরুদ্ধে আরও ১ বছরের দন্ডাদেশ দেওয়া হয়। দীর্ঘদিন সে দ- মাথায় নিয়ে পলাতক ছিল। গতকাল শনিবার বিকেলে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।