নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদি গ্রামের শ্রী শ্রী ভৈরব দেবালয়ে বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব সম্পন্ন হয়েছে। এতে মঙ্গলঘট স্থাপন করেন শ্রী সুবল দাশ বাবজী। গীতাপাঠ করেন, শ্রীযুক্ত বাপ্পাবাজ ধর চয়ন। অনুষ্টানমালার মধ্যে ছিল অধিবাস, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন, দধিভান্ড ভঞ্জন, মহাপ্রসাদ বিতরন ও হরিলুট। এতে কীর্তন পরিবেশন করেন, কীর্তনীয়া সাতক্ষিরার শ্রীযুক্ত রাজিব বিশ্বাস, সিলেটের শ্রীযুক্ত গিরিরাজ দাশ জুয়েল, পাগলার শ্রীযুক্তা জলি রানী দেব, শ্রীযুক্ত নির্মল সরকারসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ। কীর্তন কমিটির সভাপতি নিতাই চন্দ্র দেব এবং সাধারণ সম্পাদক মনিষ চন্দ্র দেবের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, আওয়ামীলীগ নেতা মোঃ মাহমুদ হাসান, জুনেদ মিয়া, মেম্বার জয়নাল আবেদীন, মৃনাল কান্তি রায় মিনু, ব্যবসায়ী উত্তম কুমার রায়, লিটন দেনাথ, খোকন দাশ গুপ্ত, রিপন কর, জন্টু চন্দ্র রায়, পিন্টু রায়, সজল দেব, ভক্তদেব, নিরুপম দেবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও কীর্তন কমিটির লোকজন এ সময় উপস্থিত ছিলেন।