নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে মান্দারকান্দি গ্রামের শাহ হারুন মিয়ার সাথে ছোট আলীপুর গ্রামের ফখর উদ্দিনের তুচ্ছ ঘটনা নিয়ে গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় ঝগড়া বাধে। এনিয়ে উভয় পক্ষের লোকজন বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুত্বর আহত শাহ হারুন মিয়া (৬৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতে প্রেরন ও তবারক মিয়া (৪৫), নুর হোসেন (৩০) সামাদুল হক (৪০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।