মাধবপুর প্রতিনিধি ॥ ফারুক পাঠানকে সভাপতি ও কাউছার মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট মাধবপুর উপজেলা যুবলীগের কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৭ জুন ২০১৩ ইং উপজেলা পরিষদ মিলনায়তনে গোপন ব্যালটে নির্বাচনের মাধ্যমে ফারুক পাঠান সভাপতি ও কাউছার মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। পরে সর্বসম্মতিক্রমে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা যুবলীগের কার্যকরী কমিটি গঠন করা হয়। সভাপতি ও সম্পাদক পদে নির্বাচনের এক বছর পর গত ৮জুন ২০১৪ ইং হবিগঞ্জ জেলা যুবলীগের প্যাডে জেলা সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মাধবপুর উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দেন।