নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাত্ইাহাল গ্রামে গত রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে মারামারি মামলার আসামী পিতাপুত্রকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে-ওই গ্রামের জাহাঙ্গীর আলম (২৫) ও তার পিতা নুরুল ইসলাম (৪৮)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-হাফিজুর রহমানের পুত্র মুস্তাফিজুর রহমান মোস্তাককে গত শুক্রবার রাত সাড়ে ৮টায় তাকে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। এ ঘটনায় গত রোববার রাতে মোস্তাক বাদি হয়ে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করলে গত রাতে পুলিশ পিতা পুত্রকে গ্রেফতার করে।