স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের নির্মানাধীন ভবনের দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৫ জন। গুরুতর আহত অবস্থায় আশাদুল মিয়া (২২), রাজিব মিয়া (২১) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাজী নুর (১৮), মোমিন মিয়া (১৬) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত সূত্রে জানা যায়, গতকাল ওই সময় নির্মাণাধীন ভবনের শ্রমিক চঞ্চল মিয়া ও নান্টু মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়ালে উল্লেখিতরা আহত হয়।
এ খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।