রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিদ্যুৎ বিপর্যয়ের হাত থেকে হবিগঞ্জবাসী দ্রুত মুক্তি চায়

  • আপডেট টাইম সোমবার, ৭ জুলাই, ২০১৪
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভয়াবহ বিদ্যুত বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিনই জেলা শহরসহ সারা জেলার কোথাও না কোথাও বিদ্যুত বিভ্রাট দেখা দিচ্ছে। তাছাড়া হবিগঞ্জ শহরে প্রতিদিন কমপক্ষে ৫০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। বিদ্যুৎ আসা-যাওয়ার এই ভেলকিবাজিতে টিভি, ফ্রিজ, কম্পিউটারসহ মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী অনেকেরই বিনষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পবিত্র এই রমজান মাসেও বিদ্যুৎ বিপর্যয়ের কারনে প্রতি রাতেই শহরের কোন না কোন এলাকার মসজিদগুলোতে ঘন্টাব্যাপী বিদ্যুত না থাকায় মুসুল্লীদের তারাবীর নামাজ আদায় করতে মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া বিশ্বকাপ ফুটবল খেলাও অনেক এলাকায় দেখতে পারছে না। এ অবস্থায় বিদ্যুৎ বিপর্যয়ের হাত থেকে হবিগঞ্জবাসী দ্রুত মুক্তি চায়।
এদিকে অব্যাহত এই বিদ্যুত বিপর্যয়ের কারনে জনসাধারণ ফুঁসে উঠেছে। ফলে বিদ্যুতের দাবিতে গত ১ মাসে হবিগঞ্জ বিদ্যুত সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কমপক্ষে ৭ বার হামলা করা হয়েছে। লাঞ্ছিত করা হয়েছে কর্মকর্তা ও কর্মচারীদের। বিদ্যুত অফিসে বসানো হয়েছে পুলিশ প্রহরা। হামলা ও লাঞ্ছিতের ঘটনায় বিদ্যুত বিভাগের কর্মচারীরা ১২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে। এ নিয়ে জেলা ও পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে পরবর্তীতে কর্মচারীরা কাজে যোগ দেন। এদিকে বানিয়াচং উপজেলা সদরে ঘন ঘন বিদ্যুত বিভ্রাটে অতিষ্ঠ হয়ে এবং বিশ্বকাপ খেলা না দেখতে পেরে স্থানীয় পল্লী বিদ্যুত কার্যালয়ে হামলা, ভাংচুর ও কর্মচারীদের নাজেহাল করার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পল্লী বিদ্যুত সমিতি প্রায় দেড় শতাধিক জনগণের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
জানা যায়, গত ১ জুলাই শহরের কোর্ট ষ্টেশন, ঘোষপাড়া, মোহনপুর, সুলতান মাহমুদপুর, ২ নং পুল, সায়েস্তানগর, জে কে এন্ড এইচকে হাই স্কুলসহ পৌরসভার অধিকাংশ এলাকায় একটানা ৩ দিন বিদ্যুত না থাকায় এলাকাবাসী স্থানীয় বেবীস্ট্যান্ড এলাকায় ৪ ঘন্টা অবরোধ করে রাখে। হামলা চালায় বিদ্যুত অফিসে। পরে পুলিশের হস্তক্ষেপে এবং অবিলম্বে বিদ্যুত সরবরাহের প্রতিশ্র“তিতে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। গত ২১ জুন শহরের কলেজ কোয়ার্টার, রাজনগর, প্রেসক্লাব সড়ক, কোর্ট মসজিদ রোড, পুরাতন পৌরসভা সড়ক, সহ কয়েকটি এলাকার লোকজকে ৪৮ ঘন্টা বিদ্যুত বিহীন থাকতে হয়। প্রতিবাদে স্থানীয় লোকজন বিদ্যুত অফিসে হামলা ও ভাংচুর চালায়। এছাড়া হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদ্যুত বিভ্রাটের কারনে প্রতিদিনই মিটিং, মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী পালিত হচ্ছে।
এদিকে সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে সাবেক সংসদ সদস্য প্রবীণ আইনজীবী চৌধুরী আব্দুল হাই হবিগঞ্জে ভয়াবহ বিদ্যুত বিভ্রাটের কারনে নির্বাহী প্রকৌশলীর পদত্যাগ দাবি করেছেন।
এ ব্যাপারে স্থানীয় ভূক্তভোগীরা জানান, জেলা শহর ও আশপাশ এলাকায় ৬ হাজার বিদ্যুতচালিত টমটম চলাচল করছে। ব্যাটারি চালিত টমটমে বিদ্যুত সরবরাহ সম্পূর্ণ নিষেধ থাকা সত্বেও বিদ্যুত বিভাগের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে অবৈধভাবে এ সকল টমটমে বিদ্যুত চার্জ করা হচ্ছে। এতে করে সরবরাহ লাইনে চাপ পড়ার কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। এ ব্যাপারে শাহজিবাজার বিদ্যুত উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক ধূর্জটি প্রসাদ সেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান হবিগঞ্জ শহরে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ১২ মেগাওয়াট। আর চাহিদার পুরোটাই সরবরাহ করা হচ্ছে। তারপরও বিদ্যুত বিভ্রাটের কোন কারণ তিনি খুজে পান না। এ ব্যাপারে হবিগঞ্জ বিদ্যুত সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com