আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব, কন্যা সন্তানকে গুরুত্ত্ব না দেয়া, স্থানীয় সরকার প্রতিনিধির সক্রিয় ভূমিকা না থাকা ইত্যাদি কারণে চুনারুঘাটে বাল্য বিবাহ তুলনামূলক বৃদ্ধি পাচ্ছে। বাল্য বিবাহের কারণে নারী নির্যাতন, সন্তান ভূমিষ্টে মাতৃমৃত্যু, জনসংখ্যা বৃদ্ধি, অপুষ্ট ও প্রতিবন্ধী শিশুর জন্ম, অধিকার বঞ্চিত করাসহ নানা ধরণের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। গতকাল মঙ্গলবার (৮ ফেব্রয়ারী) দুপুরে চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদ আয়োজিত যৌতুক, বাল্য বিবাহ, নারীও শিশু নির্যাতন, প্রতিরোধ ও মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। তিনি বলেন, বিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন করার কোন বিকল্প নেই। বাল্যবিবাহ রোধে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে বিভিন্ন গ্রামে গ্রামে অভিভাবকদের উঠান বৈঠক করে সচেতনতামূলক আলোচনার তাগিদ দেন। এর রোধে ওয়ার্ড ভিত্তিক মেম্বারদের সক্রিয় হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, চেয়ারম্যান ও মেম্বারদের-সম্পৃক্ততা ছাড়া কোন বাল্য বিবাহ হয় না। বিশেষ করে চেয়ারম্যান-মেম্বারদের ভূয়া জন্ম নিবন্ধন বন্ধ এবং মেম্বার-চেয়ারম্যানদের তার এলাকায় কোন বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক সেবন, মাদক কেনাবেচা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে ব্যবস্থা নিতে বলেন। যদি না পারেন গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করেন আমরা তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করব। জেলা প্রশাসক আরও বলেন আমার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা মো: শামছুর রহমান দেশ স্বাধীনের পর চুনারুঘাট উপজেলায় সিও (ডেভেলপমেন্ট) হিসেবে কর্মরত ছিলেন। আমার শৈশবকাল চুনারুঘাটে কাটে। যার কারণে আমার একটা আবেগ কাজ করে এখানকার প্রতি। আমাদের যেখানে কর্মস্থল সেখানেই আমরা মনে করি আমাদের নিজ জেলা, আর সেই জেলার মানুষকে আমার ভাল রাখাই আমার দায়িত্ব। আর যেহেতু এখানে আমার বাবার একটা স্মৃতি আছে সেখানে একটা আপনাদের প্রতি আলাদা মমতা কাজ করে এ জন্য বার বার আসি আপনাদের পাশে। ইউনিয়নে অফিসে আসার উদ্দেশ্য হলো একটাই আপনাদেরকে আমাদের কিছু কথা বলার দরকার, সরকার কি চায় আপনারা কিভাবে কাজ করলে ভালো থাকবেন সেই বিষয়গুলো বলা এবং আপনাদের কাছ থেকে একই ভাবে সহযোগিতা চাই প্রত্যেকটা ক্ষেত্রে। পরিশেষে চেয়ারম্যান মেম্বারদেরকে করোনার টিকা শতভাগ নিশ্চিত করতে বলেন। অন্যথায় ইউনিয়নে কোনো সেবা দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম, ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মুহিতুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এজাজ মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার সহ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা ও পুরুষ মেম্বারগণ। এর আগে তিনি চুনারুঘাটে পৌছলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি জেলা প্রশাসক ইশরাত জাহানকে ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন ও কার্যালয়ের ইনোভেশন কার্যক্রম দর্শন, সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও দর্শন, একই সাথে চুনারুঘাট থানা, উপজেলা ভূমি অফিস, চুনারুঘাট পৌরসভা, ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার দর্শন, চানপুর চা বাগান পরিদর্শন ও খানা আয় ব্যয় জরিপ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন এবং উন্নয়ন প্রকল্প পরিদর্শন সহ উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এর সাথে মতবিনমিয় করে বিকেলে চুনারুঘাট ত্যাগ করেন।