স্টাফ রিপোর্টার ॥ শহরে বাবুল রায় (৪০) কে প্রাইভেটকারসহ আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত সোমবার রাত ১০টার দিকে শহরের বেবিষ্ট্যান্ড এলাকার আল আমিন কনফেকশনারীর সামন থেকে এসআই জুয়েল সরকার ও ইসমাইল হোসেনসহ একদল পুলিশ তাকে আটক করে। তখন তার সাদা রংয়ের প্রাইভেটকার নং (ঢাকা মেট্রো খ-১১-৪৪৪৪) গাড়ি তল্লাশী করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও টাকা জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে কোর্টে প্রেরণের সময় থানা ক্যাম্পাসে সাংবাদিকরা ছবি তোলতে গেলে তার বড় ভাই ও সহযোগিরা বাঁধা প্রদান করে। এক পর্যায়ে তাদেরকে দেখে নেওয়ারও হুমকি দেয়। শত বাঁধার মুখে সাংবাদিকরা তার ছবি ক্যামেরা বন্দি করে।
একটি সূত্র জানায়, পুলিশ তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। গতকাল মঙ্গলবার পুলিশ বাদি হয়ে মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হলে জানা যায়, উক্ত মামলাতে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার দেখানো হয়। আটক বাবুল রায় উমেদনগর গ্রামের গোপিনাথ রায়ের পুত্র। এসআই জুয়েল সরকার জানান, উদ্ধার হওয়া ৬৫ পিস ইয়াবা দিয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।