স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার লামাতাশি গ্রাম থেকে দুই সেবনকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ২০ দিন করে কারাদ- ও ১শ টাকা করে অর্থদ- দেয়া হয়। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) রেহানা মজুমদার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে লামাতাশি গ্রামের মৃত কনা মিয়ার পুত্র ফরিদ মিয়া (৪০) ও মৃত জফর আলীর পুত্র আসুখ মিয়া (৪৩) কে আটক করেন। এ সময় গাঁজাসেবনের দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের উল্লেখিত দ- প্রদান করা হয়। সন্ধ্যার দিকে সাজাপরোয়ানা বলে কারাগারে প্রেরণ করা হয়। ইন্সপেক্টর নজির আলী জানান, অভিযান নিয়মিত চলবে।