গত ০৭/০২/২০২২ ইং তারিখে হবিগঞ্জের বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় পল্লী সঞ্চয় ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। অভিযোগকারী জনাব মো: শরীফ উদ্দিনকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, জানি না, এবং কখনও কোন মাধ্যমে কোন প্রকার যোগাযোগ হয় নি। উল্লিখিত জলসুখা দক্ষিণ পাড়া আমার বাড়ি আমার খামার সমিতিতে আমি কোনদিন পরিদর্শনেও যায় নি। আমি গত ২৭/০৬/২০১৯ সাল থেকে হবিগঞ্জ জেলা (আঞ্চলিক) কার্যালয় কর্মরত থেকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছি। আমার কর্মরত জেলা (আঞ্চলিক) কার্যালয় থেকে কোন প্রকারের ঋণ প্রদান বা অনুমাদন বা সুপারিশ করা হয় না। জানা যায়, মো. শরফি উদ্দিন গত ফেব্রুয়ারী ২০২১ সালে সদস্য হয়ে ১৮ মার্চ ২০২১ তারিখে প্রথম ঋণ হিসেবে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা কর্মসৃজন ঋন গ্রহন করেন। যা এখন চলমান এবং অদ্যাবধি ৬০০০ (ছয় হাজার) টাকা কিস্তি প্রদান করেন এবং নানান অজুহাতে বাকি টাকার কিস্তি প্রদান করেন নি। ফলে বর্তমানে কিস্তি খেলাপী হয়ে পড়েন। আরো উল্লেখ্য যে, তিনি বর্তমানে ২ লক্ষ টাকা এসএমই পাওয়ার যোগ্য নন, আর বর্তমানে কোন সমিতিতে শেয়ার ক্রয় করার কোন সুযোগ নাই। বিশেষভাবে উল্লেখ্য যে, সমিতিতে সকল প্রকার আর্থিক লেনদেনের জন্য একজন মাঠ সহকারি নিয়োজিত আছেন এবং ঋণ প্রস্তাব বা অনুমোদন সংশ্লিষ্ট শাখা হতে করা হয়ে থাকে। অভিযাগকারী পূর্বে ঋণ নিয়ম মোতাবেক শাখা হতেই গ্রহন করেন এবং তিনি ঋণ প্রস্তাব বা অনুমোদনের ব্যাপারে অবগত আছেন। তথাপি অভিযোগকারী এমন ভ্রান্ত বক্তব্যের পিছনে বাজে কান দুরভিসন্ধি থাকতে পারে। সাংবাদ ভাইদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করিয়েছে। আমি উক্ত মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সঞ্জয় কুমার দত্ত
সিনিয়র অফিসার
পল্লী সঞ্চয় ব্যাংক
জেলা (আঞ্চলিক) কার্যালয়, হবিগঞ্জ।