নবীগঞ্জ ব্যুরো চীফ ॥ নবীগঞ্জ শহরতলী পূর্ব তিমিরপুর ও পশ্চিম তিমিরপুর গ্রামের ৩ মাদক ব্যবসায়ীকে ৬ বোতল ফেন্সেডিলসহ গ্রেপ্তার করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌর এলাকার তরমুজ মিয়া তালুকদারের পুত্র খসরু মিয়া তালুকদার (৩২) ও মৃত আছকির মিয়ার পুত্র আঃ মালেক (৫২) এবং সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত শাহেদ মিয়ার পুত্র আঃ মতব্বির (৪৪) দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ ও প্রশাসনের লোকজন বিভিন্ন সময় অভিযান পরিচালানা করে তাদের গ্রেপ্তার করতে পারে নাই। গত রবিবার (৬ ফেব্রুয়ারী) গভীর রাতে হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই অভিজিত ভৌমিক একদল পুলিশ নিয়ে পৌর এলাকার পূর্ব তিমিরপুর পয়েন্টে খসরু মিয়া তালুকদারের ব্যবসা প্রতিষ্টানে অভিযান পরিচালনা করে ৬ বোতল ফেন্সেডিলসহ তাকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরো ২ ব্যবসায়ী আঃ মালেক ও আঃ মতব্বিরকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি মোঃ আল- আমিন। গ্রেপ্তারকৃতদের বিরোদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার (৭ ফেব্রুয়ারী) সকালে তাদেরকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।