স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ফরিদ মিয়া (৩০) নামের ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ৭ ফেব্রুয়ারি দুপুরে থানার ওসির নেতৃত্বে মহলুল সুনাম এলাকা থেকে এসআই মোহাম্মদ জসিম উদ্দিন ও পুলিশ সদস্য সৌরভ শর্মা অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক ফরিদ বিরামচর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র। তার বিরুদ্ধে একটি মাদক মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে। এতোদিন সে পলাতক ছিলো। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।