স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশের সাড়াশি অভিযানে পিতা-পুত্রসহ পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সদর থানার এসআই জুয়েল সরকার, সজিব আহমেদসহ অন্যান্যদের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, রায়দর গ্রামের আইয়ূব আলীর পুত্র রাজন মিয়া, সুন্দর আলীর পুত্র আইয়ূব আলী তার স্ত্রী মমতা খাতুন। এ ছাড়াও উচাইল শংকরপাশা গ্রামের আইয়ূব আলীর পুত্র জাহেদ আলী, মৃত আব্দুল খালেকের পুত্র নুর মিয়া, নুরুল হকের পুত্র সাদেক আলী, ছিদ্দিক আলীর পুত্র মোশারফ হোসেন, আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল আওয়াল, আহাদ মিয়া ও হাজি সফর আলীর পুত্র মোশাহিদ আহমেদ।
গতকাল সোমবার বিকেলে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।