স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্প এলাকায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের দল ফাইয়াজ অটো রাইছ মিলের সাটার কেটে ভেতরে প্রবেশ করে তামার তারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। জানা যায়, গত শনিবার রাতে কোনো এক সময় চোরের দল এ ঘটনা ঘটায়। গত রবিবার খবর পেয়ে ব্র্যাকস সমিতির সভাপতি শামছুল হুদাসহ নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। তিনি জানান, প্রতিনিয়তই শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হচ্ছে। কিন্তু প্রশাসন এর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এরকম চুরি বাড়তে থাকলে ব্যবসায়ীরা পথে বসবে। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।