আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামে বসতঘর তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল ৭ ফেব্রুয়ারী সোমবার সকালে হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে এবং দুধপাতিল গ্রামের মৃত আলি মিয়ার পুত্র অবন মিয়া (৪০) কে গ্রেফতার করে। উদ্ধার হওয়া মাদকের মূল্য ১ লাখ টাকা। এ বিষয়ে সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন। তিনি জানান, অভিযান নিয়মিত চলবে। গতকাল সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।