স্টাফ রিপোর্টার ॥ পল্লী সঞ্চয় ব্যাংক হবিগঞ্জ জেলার আঞ্চলিক কর্মকর্তা সঞ্জয় কুমার দত্তের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অবিযোগ পাওয়া গেছে। আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা দক্ষিণ পাড়া আমার বাড়ি আমার খামার সমিতি’র ম্যানেজার মো. শরীফ উদ্দিন জেলা প্রশাসকের নিকট গতকাল রবিবার এ অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে মো. শরীফ উদ্দিন উল্লেখ করেন, ২০২১ সালের ৪ অক্টোবর পল্লী সঞ্চয় ব্যাংকের জেলা আঞ্চলিক কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত আজমিরীগঞ্জ গেলে তার কাছে একটি বড় লোনের আবেদন জানান ‘জলসুখা দক্ষিণ পাড়া আমার বাড়ি আমার খামার সমিতি’র ম্যানেজার মো. শরীফ উদ্দিন। তখন সঞ্জয় কুমার দত্ত ২ লক্ষ টাকা এসএমই ঋণ দেয়ার আশ্বাস দেন। এসময় তিনি তাকে এ ঋণের বিপরীতে ২০ হাজার টাকা শেয়ার ক্রয় করতে বলেন। তার প্রস্তাবে রাজি হয়ে পরদিন ৫ অক্টোবর শরীফ উদ্দিন আঞ্চলিক কর্মকর্তা সঞ্জয় কুমার দত্তের কাছে দুইজন স্বাক্ষীর সম্মুখে ২০ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবি জমা দেন। এরপর সঞ্জয় কুমার কিছুদিনের মধ্যেই ঋণ পাইয়ে দেয়ার আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত অভিযোগকারী কোন ঋণ তুলতে পারেন নি। গত ১৯ জানুয়ারি দুইজন স্বাক্ষীকে নিয়ে হবিগঞ্জ শহরে সঞ্জয় কুমার দত্তের সাথে দেখা করেন অভিযোগকারী। এসময় সঞ্জয় কুমার টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন এবং শরীফ উদ্দিনকে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেন। তাই অভিযোগকারী নিরূপায় হয়ে জেলা প্রশাসকের নিকট অর্থ আত্মসাতকারী পল্লী সঞ্চয় ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা সঞ্জয় কুমার দত্তের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন উল্লেখ করেন।