স্টাফ রিপোর্টার ॥ হৃদরোগে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দেশ রুপান্তর এবং বিজনেস স্ট্যান্ডার্ড’র হবিগঞ্জ প্রতিনিধি শোয়েব চৌধুরী। গত শনিবার বিদাগত রাত ১২টার দিকে তিনি এ রোগে আক্রান্ত হন। বর্তমানে শোয়েব ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। তার হার্টে একটি রিং পরানো হয়েছে। হাসপাতালে থাকা তাঁর স্ত্রী এডভোকেট শাম্মী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। শাম্মী বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে বুকে ব্যাথা অনুভব হলে তাকে নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে যাই। সেখানে চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান। পরে তার সহকর্মীদের সহযোগীতায় ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে আসার পর সারাদিন চিকিৎসা শেষে সন্ধ্যায় তার হার্টে রিং পরানো হয়েছে করা হয়েছে। বর্তমানে সাংবাদিক শোয়েবের অবস্থা স্থীতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক ডা. সাইদুর রহমান খান। তিনি বলেন, বিকেলে এনজিওগ্রামে তাঁর বুকের দুটি রগ ব্লক হয়ে যায়। পরে সন্ধ্যায় তার বুকে সফল অস্ত্রপাচারের মাধ্যমে একটি রিং স্থাপন করা হয়েছে। আশা করি তিনি দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন। শোয়েব চৌধুরীরর সুস্থ্যতা কামনায় সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার স্ত্রী এডভোকেট শাম্মী আক্তার।