আজিজুল ইসলাম সজীব ॥ নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরে বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুরে চা বাগানে টিলা ক্লার্কের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারী ইউপি সদস্য পরাজিত প্রার্থী ইয়াকুব আলী (৫৫) কে প্রধান আসামি করে বাহুবল মডেল থানায় মামলাটি দায়ের করেন টিলা ক্লার্ক কমিটির সাধারণ সম্পাদক বদরুল আলম। মামলার সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনের আগে ২৯ জানুয়ারী রাত ৮টার দিকে রামপুর চা বাগানের ক্লার্ক সিদ্ধার্থ বিশ্বাস সুমন শ্রমিকের খোজে রশিদপুর বাগানের দক্ষিণ টিলা নিমতলীতে যান। এ সময় আসামি ইয়াকুব আলী সহ তার লোকজন সুমনকে দেখা মাত্রই উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজের প্রতিবাদ করলে ইয়াকুব আলী সহ তার লোকজন সুমনের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় সুমনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। আহত সুমন সেখানে এখনও চিকিৎসাধীন।