স্টাফ রিপোর্টার ॥ ড্যানিশ রেড ক্রসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ০৬ জানুয়ারি রবিবার হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট ও হবিগঞ্জস্থ ৩টি রেড ক্রিসেন্ট মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে। এই উপলক্ষে গতকাল ৬ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় হবিগঞ্জ ইউনিট কার্যালয়ে বিশেষ সভার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান সফিকুল বারী আউয়াল, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিম, ড্যানিশ রেড ক্রস এর বাংলাদেশস্থ কান্ট্রি ম্যানেজার ইম্মেলিয়ান আন্তরান মানাং বানাগ, প্রোগ্রাম ডেলিগেট নীয়ান হালক জায়ের, জুনিয়র ডেলিগেট কারোলাইন হাওয়ার ব্যাচ, হবিগঞ্জব্ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট ও হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট এর কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান শামীম, সোসাইটির উপ-পরিচালক খন্দকার ও হবিগঞ্জ রেড ক্রিসেন্ট এনায়েতুল্লাহ একরাম পলাশ, কার্যনির্বাহী সদস্য ও সমাচার পত্রিকার সম্পাদক রাসেল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সফিকুজ্জামান হিরাজ, কার্যনির্বাহী সদস্য ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের প্রোগ্রাম ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসান রাফি। রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরি, উপ যুব প্রধান সারোয়ার হোসেন জয় প্রমূখ। হবিগঞ্জ ইউনিটের চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান ও সেক্রেটারি কোভিড-১৯ পরিস্থিতিতে হবিগঞ্জ ইউনিটের উদ্যাগে পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রমের কথা তুলে ধরেন। ড্যানিশ রেড ক্রস এর প্রতিনিধিগণ হবিগঞ্জ ইউনিটের উদ্যাগে চলমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে অভিমত প্রকাশ করেন।