নবীগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পূরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টায় উপজেলা সংলগ্ন মাঠে অনুষ্টিত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন রফিকুল এফসি ফুটবল দল ও রিকু এফসি ফুটবল দল। প্রচুর দর্শকের উপস্থিতে খেলায় রফিকুল এফসি ফুটবল দল জয় লাভ করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান সমিতির সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ পারভেজ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আয়ান কমপ্লেক্সের স্বত্বাধিকারী মোঃ ছালিক মিয়া, হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য আব্দুল হান্নান, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বুরহান মাসুম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ প্রমূখ। টুর্নামেন্টের স্বার্বিক সহযোগীতায় ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সাবেক ফুটবলার ছালিক মিয়া, আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী অনর উদ্দিন চৌধুরী প্রমূখ। এছাড়া নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তোলে দেন।