স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। সদর থানার এস আই জুয়েল সরকার সহ একদল পুলিশ শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গতকাল রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার আসামিরা হল, ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি লুকড়া গ্রামের আক্রম আলীর পুত্র অপু (২৫), পেশাদার চোর উমেদনগর এলাকার শাহিন মিয়ার পুত্র আসাদ মিয়া (৩০) ও দরিয়াপুর গ্রামের নুর মিয়ার পুত্র সিজিল (২৫)।