শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট টাইম রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯০ বা পড়া হয়েছে

গত ০২/০২/২০২২ইং, রোজ বুধবার ‘দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা’র প্রথম পাতায় “হবিগঞ্জে স্টাম্প ও কোর্ট ফি’র কৃত্রিম সংকট সৃষ্টিকারী চক্রের মূল হোতা নুরুল হক ডিবি’র অভিযানে গ্রেফতার” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে হবিগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ও ডেন্টাল সার্জন’স ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইশতিয়াক রাজ চৌধুরীকে জড়িয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্য প্রনোদিত। একটি কুচক্রী মহল তাদের অসৎ উদ্দেশ্যে হাসিল, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এই সংবাদে তার নাম জড়িয়েছে। প্রসঙ্গত, ডাঃ মোঃ ইশতিয়াক রাজ চৌধুরী হবিগঞ্জ শহরের সর্বজন পরিচিত পরিবারের সন্তান। বাহুবল উপজেলার একমাত্র সরকারী কলেজ মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজ তার পরিবারের অবদান। মানুষের সেবা করার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে ডাক্তারী পেশায় নিয়োজিত রয়েছেন। এ ছাড়াও ডাঃ মোঃ ইশতিয়াক রাজ চৌধুরী রাজের ব্যক্তিগত ও পারিবারিক ঐতিহ্য রয়েছে। তিনি ও তার পরিবারের সম্মান ও সুনাম নষ্ট করতে এই ধরণের মিথ্যা ও মানহানিকর সংবাদে তার নাম ব্যবহার করা হয়েছে। সংবাদে যে নুরুল হককে আমার ভাড়াটিয়া হিসাবে উল্লেখ করা হয়েছে, প্রকৃত পক্ষে তিনি ভাড়াটিয়া নন। সংবাদের আরেক অংশে উল্লেখ করা হয়েছে, অভিযান পরিচালনাকারী হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক অভিজিৎ ভৌমিককে নাকি ডাঃ মোঃ ইশতিয়াক রাজ চৌধুরী ভুল বুঝিয়েছেন এই কথারও কোন ভিত্তি নেই। বরং ওই দিন অভিযান পরিচালনাকারী টিমকে সার্বিক সহযোগিতা করেন ডাঃ মোঃ ইশতিয়াক রাজ চৌধুরী। অপর দিকে, সংবাদে জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি আতাউর রহমানের যে বক্তব্য দেয়া হয়েছে তাও সম্পূর্ণ ভুয়া ও কাল্পনিক। প্রকৃত পক্ষে ওই দিন কোন সাংবাদিক তাঁর সাথে যোগাযোগই করেননি। পত্রিকায় সংবাদ পাঠের পরই তিনি এই বিষয়টি সম্পর্কে অবগত হন বলে আমরা জানতে পেরেছি। সংবাদে উল্লেখিত উপরোক্ত ২ জন ব্যক্তির বক্তব্যেই যাচাই করার জন্য পত্রিকা অফিস থেকে তাদের ফোন করলে, তারা এক বাক্যে ওই বক্তব্যের সাথে তাদের সম্পৃক্ততা নাই বলে জানান। তাঁরা শুধুমাত্র সংবাদ পাঠ করার পর সংবাদে তাদের কাল্পনিক বক্তব্য সম্পর্কে অবগত হন। এ ব্যাপারে মামলার বাদী ও অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই অভিজিৎ ভৌমিকও বলেন, অভিযান পরিচালনাকালে ডাঃ মোঃ ইশতিয়াক রাজ চৌধুরী আমাদের সার্বিক সহযোগিতা করেছেন এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে সর্বো”চ আইনগত ব্যব¯’াা গ্রহণ করার অনুরোধ জানান। একই সাথে তিনি বলেন, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার কোন সংবাদকর্মী বা কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে তাঁর কোন বক্তব্য নেয়নি। তাই আমরা নি¤œ স্বাক্ষরকারী ব্যক্তি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে ভবিষ্যতে এই ধরণের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিক ভাইদের আরও সর্তকতার সাথে নীতি আদর্শ অবলম্বণ করে স্বচ্ছ ও সত্য সংবাদ প্রকাশের অনুরোধ জানাই। প্রতিবাদকারী
১। মো. ইকবাল হোসেন খান ২। মো: জুয়েল রহমান ৩। সজল খান ৪। এডভোকেট আলী আফজাল আপন, ৫। এম, মামুন ৬। মাহবুবুর রহমান মোহন, ৭। এস. এম জসিম উদ্দিন ও ৮। আমির উদ্দিন জিসান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com