প্রেস বিজ্ঞীপ্ত ॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী অমিয় চক্রবর্তী পরলোকগমন করেছেন। গত শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি পরলোকগমন করেন। রাতে সদর উপজেলার সুঘর গ্রামে তার পারিবারিক শ্মাশানে শেষকৃত্য সম্পন্ন হয়। তার অকাল প্রয়ানে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখা ও সদর উপজেলা শাখা গভীরভাবে শোক প্রকাশ করছে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।